
দুটি পৃথক দুর্ঘটনায় ভারতের উত্তরপ্রদেশের কানপুরে ৩১ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে বলে জানান প্রদেশটির কয়েকজন সরকারি কর্মকর্তা। খবর এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, উত্তরপ্রদেশের কানপুরের ঘাটমপুর এলাকায় প্রথম দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় ৫০ জন তীর্থযাত্রী নিয়ে একটি ট্রাক্টর ট্রলি পুকুরে উল্টে পড়ে। অধিকাংশ নারী ও শিশুসহ এ ঘটনায় মোট ২৬ জন নিহত এবং ২০ জনের বেশি আহত হয়। উন্নাওয়ের চন্দ্রিকা দেবীর মন্দির থেকে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে।
এদিকে কানপুর শহরের আহিরওয়ান ফ্লাইওভারের কাছে দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় দ্রুতগামী একটি ট্রাক ও একটি টেম্পোর সংঘর্ষে পাঁচজন নিহত এবং ১০ জন আহত হয়। পুলিশ জানায়, দুটি ঘটনায় আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। একই সঙ্গে কাজে গাফিলতির জন্য সাহরাহ থানার ইনচার্জকে বরখাস্ত করা হয়েছে।