পুঁঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের প্রতিষ্ঠান কেডিএস অ্যাকসেসরিজ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আজ বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গিয়েছে।
৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কেডিএস অ্যাকসেসরিজের আয় হয়েছে ২৩৭ কোটি ৫৮ লাখ টাকা। যেখানে আগের বছরের একই সময়ে আয় ছিল ১৫৫ কোটি ১৮ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ৮২ কোটি ৩৯ লাখ টাকা বা ৫৩ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১২ কোটি ৯৬ লাখ টাকা। যেখানে আগের বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ১২ কোটি ১৪ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে প্রায় ৮২ লাখ টাকা বা ৬ দশমিক ৭৪ শতাংশ। আলোচ্য সময়ে ইপিএস হয়েছে ১ টাকা ৮২ পয়সা। যেখানে আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৭১ পয়সা।