ক্রিকেটে একগুচ্ছ নতুন নিয়ম

ক্রীড়া ডেস্ক

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি২০ বিশ্বকাপের আগে একাধিক নতুন নিয়ম নিয়ে আসছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) অক্টোবর থেকে নিয়মগুলো কার্যকর হচ্ছে।

ক্যাচ আউট হলে স্ট্রাইকে নতুন ব্যাটার: ক্যাচ আউটের পর নতুন ব্যাটার স্ট্রাইকে থাকবেন। ফিল্ডার ক্যাচ ধরার আগে ব্যাটার পিচের নির্দিষ্ট অংশ পার কিংবা অপর প্রান্তে চলে গেলেও নতুন ব্যাটারকেই স্ট্রাইক দিতে হবে।

বলে লালা লাগানো যাবে না: কভিড-১৯-এর কারণে গত দুই বছর লালা লাগানো নিষেধ ছিল। এই সিদ্ধান্তটি এবার স্থায়ী করল আইসিসি।

নতুন ব্যাটার মাঠে নামার সময় নির্ধারণ: টেস্ট ওয়ানডেতে একজন ব্যাটার আউটের পর নতুন ব্যাটার মাঠে নামতে দুই মিনিট সময় পাবেন, যা আগে ছিল মিনিট। অপরিবর্তিত থাকছে টি২০-এর ৯০ সেকেন্ড।

পিচের বাইরে বল করলে নো বল, ব্যাট করলে ডেড বল: একজন ব্যাটার যদি ব্যাটিং করার সময় পিচের পুরোপুরি বাইরে চলে যান, তাহলে সেটাকেডেড বলহিসেবে গণ্য করা হবে। তবে কোনো বল যদি ব্যাটারকে পিচের বাইরে যেতে বাধ্য করে, তাহলে সেটাকেনো বলধরা হবে।

ফিল্ডিংয়ের সময় অবৈধ নড়াচড়া: বোলিংয়ের সময় যদি কোনো ফিল্ডার জায়গা বদল করেন কিংবা ইচ্ছাকৃতভাবে নড়াচড়া করেন, তাহলে বোলিং সাইডকে রান পেনাল্টি দেয়া হবে। বলটিকেওডেড বলধরা হবে।

নন-স্ট্রাইকারকে মানকাড়িং পদ্ধতিতে রান আউটে বৈধতা: নন-স্ট্রাইক প্রান্তে থাকা ব্যাটার ক্রিজ ছেড়ে বেরিয়ে গেলে বোলার তাকে রান আউট করতে পারবেন। এখন থেকে এটি আর খেলোয়াড়ি চেতনার বিরোধী নয়।

রান আউটের নিয়ম বদল: স্ট্রাইকে থাকা ব্যাটার বক্স থেকে সামনে বেরিয়ে এলে বোলিংয়ের জন্য দৌড়ে এসে পপিং ক্রিজে ঢোকার আগে বোলার বল ছুড়ে রান আউট করতে পারবেন না, এতদিন সেটা পারতেন। এখন এমন হলে তাডেড বলগণ্য হবে।

ওভার রেটের হিসাব ওয়ানডেতেও: নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারলে ৩০ গজের ভেতর একজন বাড়তি ফিল্ডার রাখার নিয়ম এত দিন ছিল শুধু টি২০ ফরম্যাটে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন