মেক্সিকোয় সংস্কৃতি প্রতিমন্ত্রী

সৃজনশীলতা একবিংশ শতাব্দীর জ্বালানিস্বরূপ

নিজস্ব প্রতিবেদক

সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ বলেছেন, সৃজনশীলতা হচ্ছে একবিংশ শতাব্দীর জ্বালানিস্বরূপ। সৃজনশীল শিল্পের ধারণা তুলনামূলকভাবে নতুন হলেও শিল্পের অর্থমূল্য বৈশ্বিক জিডিপির দশমিক শতাংশ। এতে বিপুলসংখ্যক যুবকের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধিতে শিল্পের একটি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, যা বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোয় টেকসই উন্নয়নে সহায়তা করে। সৃজনশীল অর্থনীতি সৃজনশীল পণ্য-পরিষেবা, শিল্প-সংস্কৃতি, ধারণা, বুদ্ধিবৃত্তিক সম্পদ এবং প্রযুক্তির বাণিজ্যকে সহজতর করে।

প্রতিমন্ত্রী বৃহস্পতিবার মেক্সিকো সিটিতে তিন দিনব্যাপী ইউনেস্কো ওয়ার্ল্ড কনফারেন্স অন কালচারাল পলিসিজ অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট-২০২২ কনফারেন্সের দ্বিতীয় দিনে বিভিন্ন দেশের মন্ত্রীদের অংশগ্রহণে দ্য ফিউচার অব ক্রিয়েটিভ ইকোনমি শীর্ষক থিমেটিক সেশনে বক্তব্যকালে এসব কথা বলেন।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন