
রাশিয়ার ধাতব পণ্যে সম্ভাব্য নিষেধাজ্ঞার জেরে অ্যালুমিনিয়ামের দাম ফুলেফেঁপে উঠেছে। সম্প্রতি লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) গুরুত্বপূর্ণ এ শিল্প উপকরণের দাম রেকর্ড ৮ দশমিক ৫ শতাংশ বেড়েছে। ইয়াহু ফাইন্যান্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
গতকাল অ্যালুমিনিয়ামের দাম টনপ্রতি ২ হাজার ৩০৫ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে নিকেল ও জিঙ্কের দাম বেড়েছে যথাক্রমে ৫ ও ৪ শতাংশ।
রাশিয়ার অ্যালুমিনিয়াম আমদানিতে এলএমইর নিষেধাজ্ঞায় বিশ্ববাজারেই অস্থিরতা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। নিকেল ও তামার পাশাপাশি অ্যালুমিনিয়ামের প্রধান উৎপাদক দেশ রাশিয়া। এরই মধ্যে রেকর্ড বিদ্যুৎ ব্যয়ের কারণে ইউরোপের বিগলনকারী কারখানাগুলোর কার্যক্রম কমে গিয়েছে। ইউক্রেনে আগ্রাসনের জেরে মস্কোর ওপর নিষেধাজ্ঞায় ইউরোপে মন্দার আশঙ্কা জেকে বসেছে।