অ্যালুমিনিয়ামের দাম বেড়েছে রেকর্ড ৮.৫%

বণিক বার্তা ডেস্ক

রাশিয়ার ধাতব পণ্যে সম্ভাব্য নিষেধাজ্ঞার জেরে অ্যালুমিনিয়ামের দাম ফুলেফেঁপে উঠেছে। সম্প্রতি লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) গুরুত্বপূর্ণ শিল্প উপকরণের দাম রেকর্ড দশমিক শতাংশ বেড়েছে। ইয়াহু ফাইন্যান্সের এক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে।

গতকাল অ্যালুমিনিয়ামের দাম টনপ্রতি হাজার ৩০৫ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে নিকেল জিঙ্কের দাম বেড়েছে যথাক্রমে শতাংশ।

রাশিয়ার অ্যালুমিনিয়াম আমদানিতে এলএমইর নিষেধাজ্ঞায় বিশ্ববাজারেই অস্থিরতা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। নিকেল তামার পাশাপাশি অ্যালুমিনিয়ামের প্রধান উৎপাদক দেশ রাশিয়া। এরই মধ্যে রেকর্ড বিদ্যুৎ ব্যয়ের কারণে ইউরোপের বিগলনকারী কারখানাগুলোর কার্যক্রম কমে গিয়েছে। ইউক্রেনে আগ্রাসনের জেরে মস্কোর ওপর নিষেধাজ্ঞায় ইউরোপে মন্দার আশঙ্কা জেকে বসেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন