লভ্যাংশ পাঠিয়েছে বার্জার পেইন্টস বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

৩১ মার্চ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত ১০০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে তথ্য জানিয়েছে রং উৎপাদক বহুজাতিক প্রতিষ্ঠানটি।

এর আগে আলোচ্য হিসাব বছরের প্রথম নয় মাসের আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে শেয়ারহোল্ডারদের ৩০০ শতাংশ নগদ অন্তর্বর্তী লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

২০২১-২২ হিসাব বছরে বার্জার পেইন্টসের কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ২৯০ কোটি ৬৯ লাখ টাকার বেশি। যেখানে আগের হিসাব বছরে মুনাফা ছিল ২৬৬ কোটি ৯১ লাখ টাকার বেশি। এক বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা বেড়েছে ২৩ কোটি ৭৭ লাখ টাকা বা দশমিক ৯১ শতাংশ। সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৬২ টাকা ৬৮ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৫৭ টাকা ৫৫ পয়সা। বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২৭ টাকা ৩৯ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ২৩২ টাকা ২৯ পয়সা।

এর আগে ২০২১ সালের ৩১ মার্চ সমাপ্ত হিসাব বছরের জন্য ৩৭৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন