চীনের ভিডিও গেমিং বাজারে শ্লথগতি

বণিক বার্তা ডেস্ক

চীনের ভিডিও গেমিং বাজারে শ্লথগতি দেখা দিয়েছে। এতে খাতের কেনাকাটা বা গ্রাহক ব্যয় আগস্টে সাত মাসের সর্বনিম্নে নেমে এসেছে। মোবাইল গেমিং খাতেও বিক্রি প্রায় ৩০ শতাংশ কমেছে।

গবেষণা প্রতিষ্ঠান গামমা ডাটার সাম্প্রতিক প্রতিবেদনের তথ্যানুযায়ী, আগস্টে চীনের ভিডিও গেমিং বাজারে বিক্রি ২১ দশমিক ৯১ শতাংশ কমে হাজার কোটি ইউয়ান বা ২৭৯ কোটি ডলারে দাঁড়িয়েছে।

অবশ্য গত মাস থেকেই বিশেষজ্ঞরা আরেকটি পতন নিয়ে শঙ্কিত আছেন। তাদের ধারণা মোবাইল গেমস বিক্রি ১৯ দশমিক ৬০ শতাংশ পর্যন্ত কমতে পারে। কঠোর নীতিমালা, ধীরগতির অর্থনীতি ব্যবহারকারীর সংখ্যা কমে আসা বিশ্বের বৃহত্তম ভিডিও গেমিং মার্কেটকে আঘাত করেছে। অবশ্য অবস্থা ২০২২ সালের প্রথম দিক থেকেই দেখা যাচ্ছিল। বছরে চীনা বাজার প্রায় দশমিক শতাংশ কমেছে। এর আগে ২০০৮ সালেও বাজারে একই মন্দাবস্থা নেমে এসেছিল।

সাধারণত প্রতি বছর জুলাই আগস্টে চীনের শিশুরা ভিডিও গেমস বেশি কেনে। সময়ে গ্রীষ্মকালীন ছুটির কারণে শিশুরা অবসরে থাকে। কিন্তু গত বছর থেকে ভিডিও গেমসে আসক্তি কমানোর জন্য যুবকদের ভিডিও গেমস খেলার সময়সীমা সপ্তাহে তিনদিন নির্ধারণ করে দেয়া হয়। ফলে গেমস বিক্রিতে ভাটা পড়ে। এদিকে ভিডিও গেমস খেলার ওপর নিষেধাজ্ঞা আরোপকে গুজব হিসেবে উড়িয়ে দিয়ে চীনের সবচেয়ে বড় ভিডিও গেমস কোম্পানি টেনসেন্ট হোল্ডিং তার ভোক্তাদের উদ্দেশে একটি নোটিশ জারি করে। কিছু অ্যানিম, কমিকস এসিজির প্রচার কাজে তারা ভালো সাড়া পেয়েছে।

চীনে গত দুই বছরেরও অধিক সময়ে এসিজি গেমগুলো ব্যাপক জনপ্রিয় হয়। মিহিইয়োর ওপেন ওয়ার্ল্ড অ্যাকশন রোল প্লেইং জেনশিন ইমপ্যাক্টের কারণে এমনটা হয়েছে। সম্প্রতি একটি প্রতিবেদনে ভিন্নধর্মী একটি বিষয় উঠে আসে। তা হলো চীনের অভ্যন্তরে গেমস বিক্রি কমলেও বিশ্ববাজারে তা বেড়েছে। গত জুলাইয়ে বিক্রি দশমিক ৬৫ শতাংশ কমলেও আগস্টেই তা দশমিক ৭৬ শতাংশ বেড়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন