চারুকলায় চলছে রিকশা চিত্রের প্রদর্শনী

ফিচার প্রতিবেদক

জয়নুল গ্যালারিতে চলছে বাংলাদেশের রিকশা চিত্র: উৎস অনুপ্রেরণা চর্চা শীর্ষক প্রদর্শনী। মঙ্গলবার  সকাল সাড়ে ১০টায় চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্কন চিত্রায়ণ বিভাগ এবং বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে প্রদর্শনী শুরু হয়েছে।

প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক . এসএম মাকসুদ কামাল, এছাড়া সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) বাবুল মিয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা . আহমেদ উল্লাহ, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন প্রকৌশলী ময়নুল আবেদিন।

বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে ২০২১ সালের ডিসেম্বরে আয়োজিত রিকশা পেইন্টিং ওয়ার্কশপে অংশগ্রহণকারী প্রখ্যাত রিকশা চিত্রকর এবং ছাত্রছাত্রীদের কাজের পাশাপাশি গত শতকের সত্তরের দশক থেকে পর্যন্ত যেসব চারুশিল্পী রিকশা চিত্রের উপাদান নিয়ে নিজ নিজ সৃজনশীল কাজকে সমৃদ্ধ করেছেন তাদের কাজসহ মোট ৬৫টি শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে অক্টোবর পর্যন্ত।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন