ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম চালু করতে চায় আইসিএবি ও বিআইবিএম

আর্থিক প্রতিষ্ঠানে স্বচ্ছতা আনতে ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম (ডিভিএস) চালু করতে চায় আইসিএবি ও বিআইবিএম। এর মাধ্যমে একক ব্যালেন্স শিট করতে হবে প্রতিষ্ঠানগুলোকে।

আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের বিআইবিএম অডিটোরিয়ামে ব্যাংকিং ও ফিন্যান্স সম্পর্কিত জাতীয় প্রশিক্ষণ, গবেষণা ও পরামর্শ শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এবং দেশের প্রধান অ্যাকাউন্টেন্সি প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর যৌথ উদ্যোগে উচ্চ পর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হয়। এসময় তারা ডিভিএস চালু করার বিষয়ে আলোচনা করেন।

সংলাপে বক্তরা বলেন, দেশের অনেক আর্থিক প্রতিষ্ঠান একাধিক ব্যালেন্স শিট তৈরি করে থাকে। যার ফলে প্রতিষ্ঠানগুলোয় অনিয়ম ও আর্থিক বৈষম্য দেখা যায়। ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম (ডিভিএস) বাস্তবায়ন করা গেলে এ সমস্যা আর হবে না। এটা আমাদের দেশের আর্থিক খাতের জন্য একটি আশির্বাদ হিসেবে বিবেচিত হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন