এশিয়া কাপ খেলতে সিলেট পৌঁছেছে বাংলাদেশসহ ছয় দল

ক্রীড়া ডেস্ক

আগামী শনিবার সিলেটে শুরু হচ্ছে উইমেন্স এশিয়া কাপ ২০২২। এশিয়া কাপের অষ্টম আসর খেলতে গতকাল বুধবার রাত পর্যন্ত সিলেট পৌঁছেছে বাংলাদেশ নারী ক্রিকেট দলসহ অংশগ্রহণকারী ছয়টি দল। আজ বৃহস্পতিবার আসার কথা রয়েছে ভারতের।

এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, শ্রীলংকা, থাইল্যান্ড ও পাকিস্তান নারী ক্রিকেট দল সিলেট পৌঁছেছে। সবগুলো দলই গতকাল পা রাখে বাংলাদেশে। দলগুলোর খেলোয়াড় ও কোচিং-স্টাফদের জন্য তিনটি আবাসন ঠিক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাদের নিরাপত্তায় চার স্তরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত রয়েছে।

ঘরের মাঠে উদ্বোধানী ম্যাচেই থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সাতটি দল নিয়ে টি২০ ফরম্যাটে রবিন রাউন্ড লিগ পদ্ধতিতে হবে এবারের নারী এশিয়া কাপ। বাংলাদেশসহ বাকি ছয়টি দল হলো পাকিস্তান, মালয়েশিয়া, ভারত, শ্রীলংকা, থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত।

লিগ পর্বের খেলা চলবে আগামী ১১ অক্টোবর পর্যন্ত। ১৫ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে আসরের।

এরপর সেরা চার দল মুখোমুখি হবে সেমিফাইনালে। শেষ চার ম্যাচের দুটো হবে আগামী ১৩ অক্টোবর। মোট ২৪ ম্যাচের নয়টি হবে সিলেটের আউটার ক্রিকেট স্টেডিয়ামে। বাকি ১৫টি ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। 

বাংলাদেশ ১ অক্টোবর থাইল্যান্ড, ৩ অক্টোবর পাকিস্তান, ৬ অক্টোবর মালয়েশিয়া, ৮ অক্টোবর ভারত, ১০ অক্টোবর শ্রীলংকা এবং ১১ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে। মালয়েশিয়া ও ভারতের ম্যাচ দুটি শুরু হবে দুপুর দেড়াটায়। এছাড়া বাকি ম্যাচগুলো সকাল ৯টা থেকে খেলবে স্বাগতিকরা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন