ফ্লোরিডায় হারিকেন ইয়ানের তাণ্ডব, নিখোঁজ ২৩

বণিক বার্তা অনলাইন

ছবি: এপি

হারিকেন ‘ইয়ান’ আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে। বুধবার স্থানীয় সময় বিকেল ৩টা ৫ মিনিটে ফোর্ট মায়ার্সের কাছে ক্যাটাগরি-৪ মাত্রার ঝড়টি আছড়ে পড়ে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৪০ কিলোমিটার।

মার্কিন যুক্তরাষ্ট্রের এক সরকারি কর্মকর্তা বলেছেন, ঝড়ে অভিবাসী বহনকারী একটি নৌকা ফ্লোরিডা উপকূলে ডুবে গিয়েছে। নৌকাডুবিতে ২৩ জন নিখোঁজ রয়েছেন। ইউএস বর্ডার পেট্রোল এবং কোস্ট গার্ড নিখোঁজ অভিবাসীদের সন্ধান করছে। এখন পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ফ্লোরিডার ২০ লাখের বেশি মানুষ। খবর বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইয়ানের প্রভাবে তীব্র হাওয়া ও ব্যাপক বৃষ্টিপাত চলছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। ঝড়ো বাতাসের সঙ্গে অতি বর্ষণে তলিয়ে গিয়েছে অনেক সড়ক। বেশ কয়েকটি এলাকা থেকে আগেই সরিয়ে নেয়া হয়েছে বাসিন্দাদের। সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে নেপলস ও সারাসোটা শহরকে। সতর্কতা জারি হয়েছে আরো কিছু অঞ্চলে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বাতিল হয়েছে কয়েকশ ফ্লাইট। বন্ধ রয়েছে বিনোদন পার্কগুলো। বুধবারের পূর্ব নির্ধারিত রকেট উৎক্ষেপণ বাতিল ঘোষণা করেছে নাসা। এর আগে ক্যাটাগরি-৩ হারিকেন হিসেবে কিউবায় ধ্বংসযজ্ঞ চালায় ইয়ান। মৃত্যু হয় দু’জনের। পাওয়ার গ্রিডে বিপর্যয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা দেশ।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন