বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

বণিক বার্তা ডেস্ক

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের নেতৃত্বে কেক কাটা হয় ছবি: নিজস্ব আলোকচিত্রী

দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার  ৭৬তম জন্মদিন উদযাপন করা হয়েছে। উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা, দোয়া মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর

সকাল সাড়ে ৯টায় যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবিশিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে উপাচার্য অধ্যাপক . মো. আনোয়ার হোসেন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, দপ্তরের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন।

চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  জেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ প্রশাসক উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম। সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল। প্রধান অতিথির বক্তব্যে এম সালাম বলেন, শেখ হাসিনার কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম, নির্বাহী  প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলামসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা।

বগুড়া শহরের সাতমাথা মুজিব মঞ্চে জেলা আওয়ামী লীগের সমাবেশ শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। এতে জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, টি জামান নিকেতা, প্রদীপ কুমার রায়, মঞ্জুরুল আলম মোহন, আসাদুর রহমান দুলু, সাগর কুমার রায়, অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু, সুলতান মাহমুদ খান রনি, আল রাজি জুয়েল, মাশরাফি হিরো, রফি নেওয়াজ খান রবিন, আবু সুফিয়ান সফিক প্রমুখ উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুরে জনতার ঘরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়ন। পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ, জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া গোলাম ফারুক পিংকু। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর অনুষ্ঠান সঞ্চালনা করেন।

রাজবাড়ীতে দলীয় কার্যালয়ে আলোচনা সভা দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য মো. জিল্লুল হাকীম, সহসভাপতি সংসদ সদস্য কাজী কেরামত আলী, সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু, অ্যাডভোকেট সফিকুল আজম মামুন, সদর উপজেলা সাধারণ সম্পাদক শেখ ওয়াহিদুজ্জামান, পৌর সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি প্রমুখ।

নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক . গোলাম কবীর।  প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। বিশেষ অতিথি ছিলেন হাবিবা রহমান খান শেফালী এমপি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান। মুখ্য আলোচক ছিলেন সাবেক উপাচার্য অধ্যাপক . রফিকউল্লাহ খান। 

চাঁদপুরে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মঙ্গলবার রাতে কেক কেটে কর্মসূচির সূচনা করা হয়। সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি হেলাল উদ্দিন সাধারণ সম্পাদক মো. জুয়েল। এছাড়া জেলা পরিষদের উদ্যোগে কেক কাটা হয়।

গোপালগঞ্জে দলীয় লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগ সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগ জেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন সংশ্লিষ্ট জেলা প্রতিনিধিরা

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন