সিএসইর কৌশলগত বিনিয়োগকারী বসুন্ধরা গ্রুপ

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান এবিজি লিমিটেডকে সিএসইর কৌশলগত বিনিয়োগকারী করার প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

কিছু শর্ত সিকিউরিটিজ আইন পরিপালন সাপেক্ষে এবিজি লিমিটেডকে সিএসইর কৌশলগত বিনিয়োগকারী করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিশন। বিষয়ে সিএসই এবিজি লিমিটেড প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এর আগে কৌশলগত বিনিয়োগকারী হতে বসুন্ধরা গ্রুপের এবিজি লিমিটেডের দেয়া প্রস্তাব চলতি বছরের আগস্ট বিএসইসির কাছে পাঠিয়েছে সিএসই। প্রস্তাবে অনুসারে, কৌশলগত বিনিয়োগকারী হিসেবে এবিজি লিমিটেড সিএসইর ২৫ শতাংশ শেয়ার ১৫ টাকা দরে কিনতে চায়। প্রস্তাবের ভিত্তিতে বিএসইসি সম্প্রতি এবিজি লিমিটেডের কাছে তাদের সক্ষমতা শেয়ারবাজার ব্যবসায় অভিজ্ঞতা রয়েছে কিনা জানতে চায়। যার ব্যাখ্যা দিয়ে কোম্পানিটি জানিয়েছে, স্টক এক্সচেঞ্জ পরিচালনায় প্রয়োজনীয় কারিগরি সহায়তার জন্য আমেরিকাভিত্তিক একটি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করছে এবিজি লিমিটেড।

স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনাকে আলাদা করা সংক্রান্ত আইন ডিমিউচুয়ালাইজেশন অ্যাক্ট অনুসারে, কৌশলগত, প্রাতিষ্ঠানিক সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে ব্লকড শেয়ারের ৬০ শতাংশ বিক্রি করার বাধ্যবাধকতা রয়েছে। এর মধ্যে স্টক এক্সচেঞ্জের মোট শেয়ারের ২৫ শতাংশ কৌশলগত বিনিয়োগকারীদের কাছে বিক্রি করতে হবে। বাকি ৩৫ শতাংশ শেয়ার প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে বিক্রি করতে হবে। আর স্টক এক্সচেঞ্জের সদস্যদের কাছে থাকবে ৪০ শতাংশ শেয়ারের মালিকানা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন