এনআরবিসি ব্যাংকের বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক লিমিটেডের ৫০০ কোটি টাকার নন-কনভার্টিবল, আনসিকিউরড, ফুললি রিডেমেবল ফ্লোটিং রেটবিশিষ্ট সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর প্রস্তাবে অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সংস্থার চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮৪০তম কমিশন সভায় গতকাল অনুমোদন দেয়া হয়।

সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনআরবিসি ব্যাংকের ৫০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিশন। বন্ডটির কুপন হার হবে থেকে শতাংশের মধ্যে। বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য কোটি টাকা। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ড ইস্যু করা হবে।

বন্ড ইস্যুর মাধ্যমে এনআরবিসি ব্যাংক কর্তৃপক্ষ তাদের ব্যাংকের টিয়ার- মূলধনের ভিত্তি শক্তিশালী করবে। বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্স লিমিটেড। আর লিড অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। শর্ত অনুসারে বন্ডটি অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে অন্তর্ভুক্ত হবে।

এর আগে চলতি বছরের ২৫ মে ডিএসইর মাধ্যমে ব্যাংকটি জানায়, তারা বন্ড ইস্যুর মাধ্যমে ৫০০ কোটি টাকা সংগ্রহ করতে চায়। বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নেয়ার কথাও জানানো হয় তখন।

২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এনআরবিসি ব্যাংকের অনুমোদিত মূলধন হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ৭৯২ কোটি ৯৬ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৪০৬ কোটি লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৭৯ কোটি ২৯ লাখ ৬৬ হাজার ৬০। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৭৩ দশমিক ৪৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে দশমিক ৪০ সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২৩ দশমিক ১১ শতাংশ শেয়ার রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন