মেঘনা ব্যাংকের সব শেয়ার ছাড়বে প্যারামাউন্ট টেক্সটাইলস

নিজস্ব প্রতিবেদক

মেঘনা ব্যাংক লিমিটেডের ধারণ করা সব শেয়ার বিক্রি করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইলস পিএলসির পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল তথ্য জানিয়েছে বস্ত্র খাতের কোম্পানিটি।

তথ্য অনুসারে, মেঘনা ব্যাংকের ২২ লাখ ৬৮ হাজার ৪০০টি শেয়ার রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইলসের কাছে। যার বিক্রয়মূল্য হবে কোটি টাকা।

২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইলের অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১৬২ কোটি ৮৩ লাখ ৪০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১৯৮ কোটি ৯৭ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৬ কোটি ২৮ লাখ ৩৩ হাজার ৫৩২। এর মধ্যে ৬০ দশমিক ৯৫ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া দশমিক ৫৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক ২০ শতাংশ বিদেশী বাকি ২৫ দশমিক ৩০ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে টাকা ৯২ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যেখানে আয় ছিল টাকা ৩৫ পয়সা। অন্যদিকে তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ৯৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯২ পয়সা। চলতি বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৯১ পয়সায়।

৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরে সাধারণ শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ সব ধরনের শেয়ারহোল্ডারের জন্য শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে প্যারামাউন্ট টেক্সটাইলের পরিচালনা পর্ষদ। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে টাকা ২৭ পয়সা। আগের হিসাব বছরে যেখানে আয় ছিল টাকা ২৫ পয়সা (পুনর্মূল্যায়িত) ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস ২৭ টাকা ২৪ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ২৩ টাকা ১০ পয়সা (পুনর্মূল্যায়িত)

৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী চলতি বছরের ২৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য তথ্যের ভিত্তিতে কোম্পানিটির ঋণমান দীর্ঘমেয়াদে এএ স্বল্পমেয়াদে এসটি-  প্রত্যয়ন করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন