আরব আমিরাতকে হারিয়ে বাংলাদেশের লক্ষ্যপূরণ

ক্রীড়া প্রতিবেদক

ওপেনিংয়ে নেমে মূল্যবান ৪৬ রানের ইনিংস খেলেন মিরাজ

এশিয়া কাপে ব্যর্থ হয়ে দেশে আসার পর তিনদিনের ট্রেনিং ক্যাম্পও বৃষ্টির কারণে ঠিকমতো হয়নি বাংলাদেশ দলের। দলটিকে তাই ভালো অনুশীলনের ব্যবস্থা করে দিতেই দুবাই পাঠানোর সিদ্ধান্ত নেয় বিসিবি। পরে স্বাগতিক দলটির সঙ্গে দুটি টি২০ ম্যাচ আয়োজনের ব্যবস্থাও করে বিসিবি। লক্ষ্য ছিল, টি২০ বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস ফিরে পাওয়া। এই লক্ষ্যটা দারুণভাবে পূরণ হলো দলের। দুই ম্যাচের টি২০ সিরিজে স্বাগতিক দলটিকে হারাল নুরুল হাসান সোহানের দল। মঙ্গলবার রাতে দ্বিতীয় শেষ ম্যাচে টাইগারদের জয় ৩২ রানের।

 

যদিও আমিরাতিরাও নিজেদের পারফরম্যান্স নিয়ে অখুশি নয়। বিশেষ করে, প্রথম ম্যাচে ১১ রানে হারের পর কাল শেষ ম্যাচেও দারুণ লড়াই করে তারা। ১৭০ রানের টার্গেট তাড়া করতে নেমে সাত ওভার শেষে ২৯ রানের চার উইকেট নেই দলটির। এরপরও তারা ২০ ওভার শেষে উইকেটে ১৩৭ রান তুলতে সমর্থ হয় অধিনায়ক চুনদাঙ্গাপোইল রিজওয়ান বাসিল হামিদের দৃঢ়তায়। পঞ্চম উইকেটে দেশের হয়ে রেকর্ড ৯০ রান যোগ করেন তারা। যদিও এরপরও তাদের জেতা হয়নি। মোসাদ্দেক হোসেন রানে উইকেট তুলে নেন।

 

এর আগে মেহেদী হাসান মিরাজের ব্যাটে ভর করে ১৬৯ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। তিনি ৩৭ বলে এই রান করেন। এছাড়া মোসাদ্দেক হোসেন ২২ বলে ২৭, লিটন দাস ২০ বলে ২৫, ইয়াসির ১৩ বলে ১৯ নুরুল ১০ বলে ১৯ রান করেন। 

 

দুবাইয়ে সপ্তাহব্যাপী ট্রেনিং ম্যাচ খেলে আজই দেশে ফিরে আসবে ক্রিকেট দল। তারা ৩০ সেপ্টেম্বর নিউজিল্যান্ড রওনা হবেন। সেখানে ত্রিদেশীয় সিরিজ শেষে টি২০ বিশ্বকাপ খেলতে টাইগাররা যাবে অস্ট্রেলিয়ায়।

 

বাংলাদেশ: ১৬৯/ (মিরাজ ৪৬, মোসাদ্দেক ২৭, লিটন ২৫, ইয়াসির ২১*, নুরুল ১৯*; আইয়ান /৩৩) সংযুক্ত আরব আমিরাত: ১৩৭/ (রিজওয়ান ৫১, বাসিল ৪২; মোসাদ্দেক /) ফল: বাংলাদেশ ৩২ রানে জয়ী। ম্যাচসেরা: মেহেদী হাসান মিরাজ। সিরিজ: বাংলাদেশ - ব্যবধানে জয়ী।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন