রহিমা বেগমের নিখোঁজ রহস্য

খুলনায় মরিয়ম ও পরিবারের সদস্যদের গ্রেফতার দাবি

বণিক বার্তা প্রতিনিধি, খুলনা

খুলনায় আলোচিত মরিয়ম মান্নানের মা রহিমা বেগম নিখোঁজের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতারকৃতদের মুক্তি দাবি করেছেন পরিবারের সদস্যরা। গ্রেফতার ব্যক্তিদের পরিবারের সদস্যরা গতকাল দুপুরে খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবীর মিলনায়তনে সংবাদ সম্মেলন করে গ্রেফতারকৃতদের পরিবারের সদস্যরা দাবি করেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিকল্পিতভাবে রহিমা বেগম আত্মগোপনে ছিলেন। রহিমা বেগমের রহস্যজনক নিখোঁজের বিষয়টি মরিয়ম মান্নানসহ পরিবারের সদস্যরা জানতেন। অবিলম্বে মরিয়ম তার পরিবারের সদস্যদের গ্রেফতার করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন নির্দোষ ব্যক্তিদের মুক্তির দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন রহিমা বেগম অপহরণ মামলার আসামি মো. মহিউদ্দীনের নবম শ্রেণীপড়ুয়া মেয়ে মালিহা মহিউদ্দিন।

সংবাদ সম্মেলনে অপহরণ মামলায় গ্রেফতার খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সহকারী প্রকৌশলী মো. গোলাম কিবরিয়া, মামলায় গ্রেফতার মো. মহিউদ্দিন, রফিকুল ইসলাম পলাশ, নুরুল আলম জুয়েল এবং হেলাল শরীফের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা সবাই খুলনা নগরীর দৌলতপুরের থানাবাড়ী এলাকার বাসিন্দা।

গত ২৭ আগস্ট রাতে দৌলতপুরের মহেশ্বরপাশার বাসার উঠানের নলকূপে পানি আনতে গিয়ে নিখোঁজ হন রহিমা বেগম।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন