প্রাইম ব্যাংকে মানি লন্ডারিং প্রতিরোধে প্রশিক্ষণ কর্মসূচি

প্রাইম ব্যাংকের এএমএল অ্যান্ড সিএফটি ডিভিশন এবং ব্রাঞ্চেস ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, চট্টগ্রাম অঞ্চল--এর যৌথ উদ্যোগে সম্প্রতি কুমিল্লা শহরের স্থানীয় একটি কনফারেন্স হলে মানি লন্ডারিং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের এসইভিপি উপপ্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা মো. ইকবাল হোসেন। এতে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ব্রাঞ্চেস ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, চট্টগ্রাম অঞ্চল--এর প্রধান মো. মাসুদ আলম।

প্রাইম ব্যাংকের চট্টগ্রাম অঞ্চল--এর ১২টি শাখার প্রধান, অপারেশন ম্যানেজারসহ মোট ৮১ জন কর্মকর্তা প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মসূচিতে মোট চারটি সেশনে মানি লন্ডারিং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করা হয়। প্রশিক্ষণ কর্মসূচি শেষে প্রশ্নোত্তর পর্ব মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন