ঢাবিতে ছাত্রলীগের হামলায় ছাত্রদলের ১৫ জন আহত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল ছাত্রলীগের হামলায় আহত হয় ছাত্রদলের নেতা-কর্মীরা ছবি: নিজস্ব আলোকচিত্রী

ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী ছাত্র সংগঠন ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বিকাল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তি গণতন্ত্র তোরণ এলাকায় ঘটনা ঘটে। এতে ছাত্রদলের সাতজন নেতাকর্মী আহত হয়েছে বলে জানা যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার নবগঠিত কমিটির সদস্যরা ঢাবি উপাচার্য মো. আখতারুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জানাতে মুক্তি গণতন্ত্র তোরণ থেকে মিছিল নিয়ে স্যার এএফ রহমান হলের সামনে এলে ছাত্রলীগের নেতাকর্মীরা রড লাঠি দিয়ে ছাত্রদলের মিছিলের ওপর হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতি খোরশেদ আলম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ৩০-৩৫ নেতাকর্মী সঙ্গে নিয়ে ক্যাম্পাসে ঢোকার পথে স্যার এএফ রহমান হল শাখা ছাত্রলীগের এক কর্মী মিছিলের সামনে দাঁড়িয়ে যায়। একপর্যায়ে ছাত্রদলের নেতাদের সঙ্গে তার ধাক্কাধাক্কি তর্কাতর্কি শুরু হয়। সময় উপাচার্যের জন্য ছাত্রদলের আনা ফুলের তোড়া ভেঙে ফেলে ওই কর্মী। পরে এএফ রহমান হল শাখা ছাত্রলীগ সভাপতি রিয়াজুল ইসলামের নেতৃত্বে একদল নেতাকর্মী দৌড়ে এসে লাঠিসোঁটা স্ট্যাম্প দিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের পেটাতে শুরু করেন। আরেকটি অংশ ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া করে।

হামলায় ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি খোরশেদ আলম সোহেল, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন শাওন, রাজু আহমেদ, ফারহান, আরিফ, শামিম আক্তার শুভ, নাজমুস সাকিব, মুন্সী সোহাগ মুহসিন হলের যুগ্ম সাধারণ সম্পাদক নয়নসহ ১৫ জন আহত হন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন