রেকর্ড সর্বোচ্চ জ্বালানি পণ্য রফতানি যুক্তরাষ্ট্রের

বণিক বার্তা ডেস্ক

চলতি বছরের প্রথমার্ধে যুক্তরাষ্ট্রের জ্বালানি পণ্য রফতানি রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে। গত বছরের একই সময়ের তুলনায় রফতানি ১১ শতাংশ বেড়ে দৈনিক ৬০ লাখ ব্যারেলে উন্নীত হয়েছে। মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) সম্প্রতি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে।

ইআইএর মাসভিত্তিক তথ্য অনুযায়ী, ১৯৭৩ সালের পর বছরের প্রথমার্ধে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ জ্বালানি পণ্য রফতানি করেছে। এসব জ্বালানি পণ্যের মধ্যে ছিল ডিসটিলেট জ্বালানি তেল হাইড্রোকার্বন গ্যাস লিকুইড (এইচজিএলএস)

এদিকে একই সময় যুক্তরাষ্ট্রের মোটর গ্যাসোলিন রফতানি ১১ শতাংশ বেড়ে দৈনিক লাখ ১০ হাজার ব্যারেলে উন্নীত হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় জেট ফুয়েল রফতানি দ্বিগুণেরও বেশি বেড়েছে।

এদিকে ইউরোপে এসব জ্বালানি পণ্য রফতানি এখনো বাড়াতে পারেনি যুক্তরাষ্ট্র। কারণ আগামী বছরের ফেব্রুয়ারির আগ পর্যন্ত নিষেধাজ্ঞার প্রভাবে রাশিয়া থেকে সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা নেই। ইআইইর মতে, জানুয়ারি-জুন পর্যন্ত যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকার দেশগুলোয় সবচেয়ে বেশি জ্বালানি পণ্য রফতানি করেছে।

এদিকে রফতানি বৃদ্ধি কৌশলগত পেট্রোলিয়াম মজুদ থেকে ব্যাপক হারে সরবরাহের কারণে দেশটিতে জ্বালানি পণ্যের মজুদ ৪০ বছরের সর্বনিম্নে নেমেছে। ১৬ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ প্রায় ৭০ লাখ ব্যারেল কমেছে। মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ৪২ কোটি ৭২ লাখ ব্যারেলে, যা ১৯৮৪ সালের পর সর্বনিম্নে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন