চীনের তামার চাহিদা বাড়ার সম্ভাবনা

বণিক বার্তা ডেস্ক

আবাসন খাতে নির্মাণ কমে যাওয়া সত্ত্বেও চীনে তামার চাহিদা বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ফলে তামার বাজারকে আসন্ন সরবরাহ সংকটের জন্য প্রস্তুতি নেয়া প্রয়োজন বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

সিআইইউ গ্রুপের দেয়া তথ্যমতে, বৈদ্যুতিক গাড়ি তৈরি নবায়নযোগ্য জ্বালানি খাত ধাতুটির চাহিদা বৃদ্ধিতে প্রধান ভূমিকা পালন করছে। চলতি বছর মোট চাহিদা দশমিক শতাংশ বাড়বে। চাহিদার পরিমাণ দাঁড়াবে কোটি ৫৫ লাখ ৫০ হাজার টনে। মোট চাহিদা খুব বেশি না বাড়লেও অটোমোবাইল জ্বালানি খাতে চাহিদা বাড়বে শতাংশ হারে। ঠিক একই সময় অবকাঠামো নির্মাণ খাতে চাহিদা শতাংশ কমতে পারে।

এএনজেডের সাম্প্রতিক পূর্বাভাস বলছে, চীনের বিদ্যুৎ সংকটও তামার চাহিদা বাড়াতে সহায়তা করছে। কারণ সংকট কাটাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রিড সংস্কার সম্প্রসারণ প্রকল্প হাতে নেয়ায় এসব ক্ষেত্রে নতুন করে তামার প্রয়োজনীয়তা বাড়ছে। এছাড়া বায়ু বিদ্যুতের জন্য টারবাইন সৌর প্যানেল স্থাপনেও তামার ব্যাপক চাহিদা দেখা দিচ্ছে। চীনের শুল্ক বিভাগের তথ্যানুযায়ী, আগস্টে চীনের তামা আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশ বেড়েছে। সময় অ্যানোড, অ্যালয়, আধা পরিশোধিতসহ সব ধরনের তামা আমদানির পরিমাণ দাঁড়িয়েছে লাখ ৯৮ হাজার ১৮৮ দশমিক ৬০ টনে। গত বছরের একই সময় আমদানি করা হয়েছিল লাখ ৯৪ হাজার ১৭ দশমিক ১০ টন। অন্যদিকে এক মাসের ব্যবধানে চীনের তামার আমদানি দশমিক শতাংশ বেড়েছে। জুলাইয়ে আমদানির পরিমাণ ছিল লাখ ৬৩ হাজার ৬৯৩ দশমিক টন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন