ক্যাশব্যাক ক্রেডিট কার্ড

সাড়ে ১৭ কোটি গ্রাহক ধরে রাখতে স্যামসাংয়ের চমক

বণিক বার্তা ডেস্ক

নতুন ক্যাশব্যাক ক্রেডিট কার্ড অফারের মাধ্যমে ভারতে ১৭ কোটি ৫০ লাখ গ্রাহককে ধরে রাখার চেষ্টা করছে স্যামসাং। চলতি উৎসব মৌসুমে অনুগত গ্রাহককে একাধিক পণ্য ক্রয়ে আকৃষ্ট করতে অফার চালু করেছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে।

ভারতে চলমান উৎসব মৌসুমকে কেন্দ্র করে সোমবার অ্যাক্সিস ব্যাংকের সঙ্গে নতুন একটি ক্রেডিট কার্ড চালু করে স্যামসাং। বছরব্যাপী ১০ শতাংশ ক্যাশব্যাক অফার পাবেন স্যামসাং পণ্য ক্রেতারা। সাধারণত অ্যামাজনের মতো -কমার্স সাইট রিটেইল স্টোরগুলো বিভিন্ন উৎসব মৌসুমে এমন অফার দেয়।

ভারতে স্যামসাংয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাজু পুল্লান রয়টার্সকে বলেন, বর্তমানে ভারতে বিদ্যমান ১৭ কোটি ৫০ লাখ গ্রাহকের কথা বলছি। ঘাঁটিটি অনেক সম্ভাবনাময়।

স্মার্টফোন থেকে ওয়াশিং মেশিন বিক্রির মাধ্যমে ভারতের বৃহত্তম ভোক্তা ইলেকট্রনিকস প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়েছে স্যামসাং। কিন্তু ২০২০-২১ অর্থবছরে ভারতে কোম্পানির মোট আয়ের ৯৩০ কোটি ডলার এসেছে স্মার্টফোন সেগমেন্ট থেকে। সাম্প্রতিক মাসগুলোয় শাওমি, অপো ভিভোর মতো চীনা কোম্পানির হাতে বাজার হিস্যা হারানোর পরিপ্রেক্ষিতে নতুন কার্ড পার্টনারশিপ চালু করেছে স্যামসাং। বিশ্বের দ্বিতীয় বৃহৎ স্মার্টফোন বাজারে বিভিন্ন বাজেট ফোন বিক্রি করে হিস্যা বাড়ানোর চেষ্টা করছে তারা।

কাউন্টারপয়েন্ট রিসার্চের উপাত্তে দেখা গিয়েছে, ২০২০ সালের দ্বিতীয় প্রান্তিকে ভারতের স্মার্টফোন বাজারে স্যামসাংয়ের হিস্যা ২৬ শতাংশ থাকলেও চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ১৯ শতাংশ হিস্যা দাঁড়িয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন