প্রত্যাশার চেয়ে পিছিয়ে থাইল্যান্ডের রফতানি

বণিক বার্তা ডেস্ক

চলতি বছরের আগস্টে প্রত্যাশার চেয়ে কম রফতানি হয়েছে থাইল্যান্ডের। গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ের প্রকাশিত উপাত্তে তথ্য উঠে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে।

আগস্টে থাইল্যান্ডের তেলজাতীয় পণ্য রফতানি কম হলেও বৈশ্বিক চাহিদা বৃদ্ধিতে দেশটির খাদ্যপণ্য রফতানি বেড়েছে। থাইল্যান্ডের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, আগস্টে দেশটির রফতানি বেড়েছে দশমিক শতাংশ। রয়টার্সের জরিপে যেখানে দশমিক শতাংশ রফতানি পূর্বাভাস দেয়া হয়েছিল। গত জুলাইয়ের দশমিক শতাংশ বৃদ্ধির চেয়ে তুলনামূলক বেড়েছে।

এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী জুরিন লাকসানাউইজিট বলেন, জানুয়ারি থেকে আগস্টে থাইল্যান্ডের রফতানি গত বছরের একই সময়ের চেয়ে ১১ শতাংশ বেড়েছে। চলতি বছরে যে থেকে শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা তার চেয়ে বেশি। বছরের বাকি সময়টাতেও রফতানি চাঙ্গা থাকবে বলে আশাবাদ বাণিজ্যমন্ত্রীর।

বিবৃতিতে বাণিজ্য মন্ত্রণালয় জানায়, বছরের শেষার্ধে খাদ্যপণ্যের বৈশ্বিক চাহিদা বৃদ্ধিতে খাদ্যপণ্যের দাম বাড়বে। তবে চলমান বৈশ্বিক অস্থিরতা, চীনের অর্থনীতিতে শ্লথগতিতে বিশ্ব অর্থনীতিতে মন্দাভাবের শঙ্কা মাথায় রাখতে হচ্ছে।

আগস্টে কৃষি কৃষি-শিল্পপণ্য রফতানি বছরওয়ারি দশমিক শতাংশ বেড়েছে। কিন্তু তেল-জাত পণ্য রফতানি ১১ দশমিক শতাংশ কমেছে। যুক্তরাষ্ট্র ছিল থাইল্যান্ডের প্রধান রফতানি গন্তব্য। আগস্টে যুক্তরাষ্ট্রে থাইল্যান্ডের রফতানি আগের বছরের একই মাসের তুলনায় ১৬ দশমিক শতাংশ বেড়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় বেড়েছে ১৯ দশমিক শতাংশ। কিন্তু চীনে দেশটির রফতানি আগের বছরের তুলনায় কমেছে ২০ দশমিক শতাংশ।

আগস্টে থাইল্যান্ডের আমদানি বেড়েছে ২১ দশমিক শতাংশ। পূর্বাভাসের চেয়ে অধিক আমদানিতে আগস্টে দেশটির বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২০ কোটি ডলার।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন