জাপানের কারখানা কার্যক্রমে ধীরগতি

বণিক বার্তা ডেস্ক

জাপানে ক্রমেই কমছে কলকারখানার কার্যক্রম। চলতি মাসে কারখানার কর্মকাণ্ড গত ২০ মাসের মধ্যে সর্বনিম্নে নেমেছে। সংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক ব্যবসা পরিস্থিতির মন্দা, জ্বালানি কাঁচামালের দামের ঊর্ধ্বগতির পাশাপাশি ডলারের বিপরীতে ইয়েনের অবমূল্যায়ন পরিস্থিতি সৃষ্টি করেছে।

জাপানের পারচেজিং ম্যানেজার ইনডেক্স (পিএমআই) সেপ্টেম্বরে দাঁড়িয়েছে ৫১ পয়েন্টে। আগের মাসেই যা ছিল ৫১ দশমিক ৫। ২০২১ সালের জানুয়ারির পর দেশটির পিএমআই সবচেয়ে কম প্রবৃদ্ধি হয়েছে। যদিও তা এখনো ৫০-এর ওপরেই আছে। পিএমআই সূচক ৫০ পয়েন্টের ওপরে থাকা প্রবৃদ্ধি নির্দেশ করে।

কলকারখানার কার্যক্রমে অবনমনের কারণ নতুন ক্রয়াদেশ কমে যাওয়া। গত দুই বছরে নতুন ক্রয়াদেশের পরিমাণ বর্তমানে কমছে সবচেয়ে দ্রুতগতিতে। এসঅ্যান্ডপি গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্সের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ জো হায়েস বলেন, জাপানের অর্থনীতির সার্বিক অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে মূল্যস্ফীতির চাপ এবং বিশ্ব অর্থনীতির মন্দা ভাব। যার রেশ পড়েছে উৎপাদন পরিষেবা উভয় খাতেই। উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণে কোম্পানিগুলো এখন দ্রব্যমূল্যের চাপ ভোক্তাদের কাঁধে চাপিয়ে দিতে চাইছে।

পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগামী বছরের জন্য যে পূর্বাভাস ছিল, তা চলতি মাসে এসে কমিয়ে দেয়া হয়েছে। জাপান যুক্তরাষ্ট্রের মধ্যে মুদ্রানীতির পার্থক্যের কারণে ইয়েনের মানে তীব্র অবমূল্যায়ন দেখা দিয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন