
কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেড ও বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটির (বেপজা) মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এর আওতায় বেপজার সব কর্মকর্তা ও কর্মচারী ঢাকার বিনোদন পার্ক ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স, রির্সোট আটলান্টিস এবং চট্টগ্রামের ফয়ে’স লেক কমপ্লেক্স ও ফয়ে’স লেক রিসোর্টে বিশেষ মূল্যছাড় উপভোগ করতে পারবেন।
কনকর্ডের নির্বাহী পরিচালক (বিপণন) অনুপ কুমার সরকার এবং বেপজার নির্বাহী পরিচালক ও যুগ্ম সচিব মো. জাকির হোসেন চৌধুরী সম্প্রতি রাজধানীর বেপজা কমপ্লেক্সে এই সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। এ সময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।