আর্থিক অনিয়মের অভিযোগ

উত্তরা ফাইন্যান্সের নয়জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

আর্থিক অনিয়মের অভিযোগ তদন্তে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের নয়জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। গতকাল দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক তদন্ত টিমের প্রধান আহসানুল কবির পলাশ তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার আবেদন করেন। পরে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান আদেশ দেন।

নিষেধাজ্ঞার মধ্যে আছেন উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টসের সাবেক এমডি এসএম শামসুল আরেফিন, চেয়ারম্যান রশীদুল হাসান, ভাইস চেয়ারম্যান মতিউর রহমান, সহসভাপতি ট্রেজারি প্রধান মোহাম্মদ মাইনুদ্দিন, উত্তরা অ্যাপারেলসের পরিচালক মুজিবুর রহমান এবং কর্মচারী অনিল চন্দ্র দাস। দুদকের আবেদনে বলা হয়, তাদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তদন্ত চলছে। তাই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার আগে তাদের দেশ ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। শুনানি শেষে দুদককে বিষয়ে পরবর্তী ব্যবস্থা নিতে বিশেষ শাখা (ইমিগ্রেশন) প্রধানের কাছে আদেশপত্র পাঠানোর নির্দেশ দেন বিচারক।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন