ডিম-মুরগির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি

কাজী ফার্মসের বিরুদ্ধে দুই মামলার শুনানি

নিজস্ব প্রতিবেদক

ডিম ব্রয়লার মুরগির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির অভিযোগে কাজী ফার্মস গ্রুপের বিরুদ্ধে দায়ের করা দুটি মামলার শুনানি করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। শুনানির ভিত্তিতে আগামী অক্টোবরের মধ্যে আরো কিছু তথ্য কমিশনে জমা দিতে বলা হয়েছে। গতকাল প্রতিযোগিতা কমিশনের এজলাসে উভয় পক্ষের উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা কমিশনের শুনানিতে কাজী ফার্মসের এমডি জাহিন হাসান উপস্থিত ছিলেন। এছাড়া প্রতিষ্ঠানের আইনজীবী বিশ্বজিৎ দেব এসএম শিহাব উদ্দিন শুনানিতে অংশ নেন।

কমিশন সূত্রে জানা যায়, শুনানিতে কাজী ফার্মসের কাছে ডিম ব্রয়লার মুরগিসংক্রান্ত বেশকিছু তথ্য চাওয়া হয়েছে।

বিশেষ করে ব্যবসা পরিচালনার সনদ, বিআইএন নম্বর, মুরগির ব্যবসা পরিচালনার সময়কাল, গত তিন মাসে মুরগি উৎপাদন বাজারজাতের পরিমাণ সম্পর্কে জানতে চাওয়া হয়। এর বাইরে মুরগি উৎপাদন খরচ বিক্রয়মূল্য-সংক্রান্ত তথ্য, বাজারে কাজী ফার্মের মার্কেট শেয়ার, অস্বাভাবিকভাবে মুরগির বাজারের মূল্যবৃদ্ধির যৌক্তিকতা আনুষঙ্গিক তথ্যও চাওয়া হয়েছে। এসব তথ্য আগামী অক্টোবরের মধ্যে জমা দেয়ার আদেশ দিয়েছে প্রতিযোগিতা কমিশন।

বাজারে মূল্যবৃদ্ধি করে সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য অস্থিতিশীল করার অভিযোগে পর্যন্ত ৪৪টি মামলা হয়েছে। শেষ দফায় আট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১১টি মামলা দায়ের করা হয়। এসব মামলার মধ্যে প্রথম দিনে কাজী ফার্মস গ্রুপের বিরুদ্ধে দায়ের করা পৃথক দুই মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে। বাকি সাত প্রতিষ্ঠানের নয় মামলার শুনানি অনুষ্ঠিত হবে আজ।

কমিশন বলছে, এসব প্রতিষ্ঠানের কারসাজির জন্য বিগত সময়ে নিত্যপণ্য সব ধরনের নিত্যব্যবহার্য পণ্যের বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে। কোম্পানিগুলো সংকট তৈরি করে দাম বাড়িয়েছে। সেজন্য প্রতিযোগিতা কমিশন স্ব-প্রণোদিত মামলা দায়ের করেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন