অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের আধার সীতাকুণ্ডে

আজীম অনন


গুলিয়াখালী সমুদ্রসৈকত চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত। স্থানীয় মানুষের কাছে সৈকত মুরাদপুর বিচ নামেও সুপরিচিত। সীতাকুণ্ড বাজার থেকে গুলিয়াখালী সি বিচের দূরত্ব মাত্র কিলোমিটার। অনিন্দ্য সুন্দর গুলিয়াখালী সি বিচকে সাজাতে প্রকৃতি কোনো কার্পণ্য করেনি। একদিকে দিগন্তজোড়া সাগর জলরাশি আর অন্যদিকে কেওড়া বন এই সাগরসৈকতকে করেছে অনন্য। কেওড়া বনের মাঝ দিয়ে বয়ে যাওয়া খালের চারদিকে কেওড়া গাছের শ্বাসমূল লক্ষ করা যায়। এই বন সমুদ্রের অনেকটা ভেতর পর্যন্ত চলে গিয়েছে। এখানে পাওয়া যাবে সোয়াম্প ফরেস্ট ম্যানগ্রোভ বনের মতো পরিবেশ।



গুলিয়াখালী সৈকতকে ভিন্নতা দিয়েছে সবুজ গালিচার বিস্তৃত ঘাস। সাগরের পাশে সবুজ ঘাসের উন্মুক্ত প্রান্তর নিশ্চিতভাবেই আপনার চোখ জুড়াবে। বিচের পাশে সবুজ ঘাসের মাঠে প্রাকৃতিকভাবেই জেগে উঠেছে আঁকাবাঁকা নালা। এসব নালায় জোয়ারের সময় পানি ভরে ওঠে। চারপাশে সবুজ ঘাস আর তারই মধ্যে ছোট ছোট নালায় পানিপূর্ণ দৃশ্য যে কাউকে মুগ্ধ করবে। অল্প পরিচিত সৈকতে মানুষজনের আনাগোনা কম বলে আপনি পাবেন নিরিবিলি পরিবেশ। সাগরের এত ঢেউ বা গর্জন না থাকলেও নিরিবিলি পরিবেশের গুলিয়াখালী সমুদ্রসৈকত আপনার কাছে ধরা দেবে ভিন্নভাবেই। চাইলে জেলেদের বোটে সমুদ্রে ঘুরে আসতে পারেন। তবে এই গুলিয়াখালী সমুদ্রসৈকতে যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন