এসঅ্যান্ডপির পূর্বাভাস

২০২২-২৩ অর্থবছরে ভারতের জিডিপি প্রবৃদ্ধি হবে ৭.৩%

বণিক বার্তা ডেস্ক

চলতি অর্থবছরে (২০২২-২৩) ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি দশমিক শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিং। একই সঙ্গে চলতি বছর শেষ নাগাদ দেশটির মূল্যস্ফীতি দশমিক শতাংশ থাকবে বলে পূর্বাভাস রয়েছে সংস্থাটির। খবর দ্য হিন্দু।

এশিয়া-প্রশান্ত মহাসাগরী দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি পূর্বাভাসে এসঅ্যান্ডপি জানায়, কভিড-১৯ মহামারীর পর আগামী বছর ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি পুনরুদ্ধার করা সম্ভব হবে। দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ২০২২-২৩ অর্থবছরে দশমিক শতাংশ এবং পরবর্তী অর্থবছরে দশমিক শতাংশ হবে।

সেপ্টেম্বরের শুরুতে ফিচ রেটিং চলতি অর্থবছরে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস দশমিক শতাংশ থেকে কমিয়ে শতাংশ করেছে।

এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিং অনুযায়ী, চলতি অর্থবছরে মূল্যস্ফীতির গড় হার দশমিক শতাংশ নির্ধারণ করা হয়েছে। কিন্তু ২০২৩ সালে নতুন অর্থবছরে হার শতাংশে নেমে আসবে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন