
চলতি অর্থবছরে (২০২২-২৩) ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ দশমিক ৩ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিং। একই সঙ্গে চলতি বছর শেষ নাগাদ দেশটির মূল্যস্ফীতি ৬ দশমিক ৮ শতাংশ থাকবে বলে পূর্বাভাস রয়েছে সংস্থাটির। খবর দ্য হিন্দু।
এশিয়া-প্রশান্ত মহাসাগরী দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি পূর্বাভাসে এসঅ্যান্ডপি জানায়, কভিড-১৯ মহামারীর পর আগামী বছর ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি পুনরুদ্ধার করা সম্ভব হবে। দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ২০২২-২৩ অর্থবছরে ৭ দশমিক ৩ শতাংশ এবং পরবর্তী অর্থবছরে ৬ দশমিক ৫ শতাংশ হবে।
সেপ্টেম্বরের শুরুতে ফিচ রেটিং চলতি অর্থবছরে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস ৭ দশমিক ৮ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ করেছে।
এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিং অনুযায়ী, চলতি অর্থবছরে মূল্যস্ফীতির গড় হার ৬ দশমিক ৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে। কিন্তু ২০২৩ সালে নতুন অর্থবছরে এ হার ৫ শতাংশে নেমে আসবে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।