
রাশিয়ায় গাড়ি উৎপাদন বন্ধের আলোচনা শুরু করেছে মাজদা মোটর করপোরেশন। স্থানীয় গাড়ি নির্মাতা সোলার্সের সঙ্গে যৌথভাবে গাড়ি উৎপাদন করে আসছিল মাজদা। কিন্তু গত মার্চ থেকে রাশিয়ায় গাড়ির যন্ত্রাংশ রফতানি বন্ধ করে দেয় তারা। এতে গাড়ি উৎপাদন থমকে দাঁড়ায়। সর্বশেষ রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নেয়ার আলোচনা শুরু করেছে মাজদা। কিয়োদো এজেন্সি