
জাপানে প্রায় ৬০ শতাংশ পণ্যে দাম বাড়াতে যাচ্ছে ম্যাকডোনাল্ড’স। ক্রমবর্ধমান উৎপাদন খরচ এবং ডলারের বিপরীতে ইয়েনের বিনিময় মানের ওঠানামার কারণে কোম্পানিটি গতকাল এ ঘোষণা দিয়েছে। আগামী শুক্রবার থেকে বৈশ্বিক ফাস্ট ফুড জায়ান্টটির সিগনেচার আইটেম বিগ ম্যাক হ্যামবার্গারের দাম ৩৯০ ইয়েন থেকে বেড়ে ৪১০ ইয়েন হবে, যা মার্কিন মুদ্রায় ২ ডলার ৮৫ সেন্ট। এছাড়া অনেক আইটেমের দাম ১০ থেকে ৩০ ইয়েন বাড়বে।
ক্রমবর্ধমান উৎপাদন খরচ এবং ইয়েনের ২৪ বছরের সর্বনিম্ন বিনিময় মানের কারণে দাম ৬০ শতাংশ পর্যন্ত বেড়েছে। চলতি বছরের চিজবার্গারের দাম দ্বিতীয়বারের মতো বাড়িয়েছে ম্যাকডোনাল্ড’স জাপান। রয়টার্স