সাংবাদিক রণেশ মৈত্র আর নেই

নিজস্ব প্রতিবেদক

রণেশ মৈত্র

ভাষাসৈনিক ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রণেশ মৈত্র আর নেই। আজ সোমবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর।

রাজনীতিবিদ, লেখক ও সাংবাদিক রণেশ মৈত্রের জন্ম ১৯৩৩ সালের ৪ অক্টোবর রাজশাহী জেলায়। ১৯৪৮ সালে ছাত্র ইউনিয়ন থেকে ভাষা আন্দোলনের মিছিলে যোগ দেওয়ার মধ্য দিয়ে শুরু হয় তার রাজনৈতিক জীবন।

১৯৫১ সালে সিলেট থেকে প্রকাশিত সাপ্তাহিক নওবেলাল পত্রিকায় লেখালেখির মাধ্যমেই রণেশ মৈত্রের সাংবাদিকতা জীবন শুরু। এরপর কলকাতা থেকে প্রকাশিত দৈনিক সত্যযুগে কাজ করেন। ১৯৫৫ সালে যোগ দেন দৈনিক সংবাদে।

সাংবাদিকতায় অবদানের জন্য ২০১৮ সালে একুশে পদকে ভূষিত হন রণেশ মৈত্র।

মৃত্যুকালে রণেশ মৈত্র স্ত্রী পূরবী মৈত্র, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন