ম্যাকডোনাল্ড’স

ইয়েনের বিনিময় মান কমায় দাম বাড়ছে বার্গারের

বণিক বার্তা অনলাইন

জাপানে ফাস্ট ফুড রেস্তোরাঁ ম্যাকডোনাল্ড’স খাবারের দাম বাড়াচ্ছে। ক্রমবর্ধমান উৎপাদন খরচ এবং ডলারের বিপরীতে ইয়েনের বিনিময় মানের ওঠানামার কারণে কোম্পানিটি আজ সোমবার এ ঘোষণা দিয়েছে। খবর রয়টার্স।

এক ঘোষণায় বলা হয়, আগামী শুক্রবার থেকে বৈশ্বিক ফাস্ট ফুড জায়ান্টটির সিগনেচার আইটেম বিগ ম্যাক হ্যামবার্গারের দাম ৩৯০ ইয়েন থেকে বেড়ে ৪১০ ইয়েন হবে। যা মার্কিন মুদ্রায় ২ ডলার ৮৫ সেন্ট। এ ছাড়া অনেক আইটেমের দাম ১০ থেকে ৩০ ইয়েন বাড়বে।

ইকোনমিস্ট ম্যাগাজিনের বিশ্বব্যাপী মূল্যের সূচক অনুসারে যুক্তরাষ্ট্রে একটি বিগ ম্যাকের দাম পড়ে ৫ ডলার ১৫ সেন্ট।

টোকিও শোকো রিসার্চের চলতি সেপ্টেম্বরের সমীক্ষা অনুসারে, ক্রমবর্ধমান উৎপাদন খরচ এবং ইয়েনের ২৪ বছরের সর্বনিম্ন বিনিময় মানের কারণে এ প্রধান জাপানি রেস্তোরাঁয় খাবারের দাম ৬০ শতাংশ পর্যন্ত বেড়েছে।

এ দিকে জাপানের আরেক জনপ্রিয় ফুডচেইন মিস্টার ডোনাটের দোকানগুলোতে আগামী ২৫ নভেম্বর থেকে বেশিরভাগ আইটেমের দাম প্রায় ৭ দশমিক ৪ শতাংশ বাড়বে। মূল কোম্পানি ডাস্কিন সম্প্রতি এ তথ্য জানিয়েছে৷

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন