
ময়মনসিংহ নগরীর তিনটি ওয়ার্ডের সড়কে এলইডি সড়কবাতি উদ্বোধন করা হয়েছে। শনিবার রাতে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের প্রধান প্রধান সড়কগুলোয় এ সড়কবাতি উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। এ সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ আলী, প্যানেল মেয়র আসিফ হোসেন ডন, কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, ফারুক হাসান ও কাউন্সিলর শীতল সরকার, সংরক্ষিত নারী কাউন্সিলর হামিদা পারভীন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জিল্লুর রহমান, ময়মনসিংহ প্রেস ক্লাবের সম্পাদক বাবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।