‘নগদ’ নিয়ে সন্তুষ্ট সংসদীয় কমিটি

নিজস্ব প্রতিবেদক

আর্থিক মোবাইল ব্যাংকিং সংক্রান্ত সরকারের সব লেনদেন নগদ-এর মাধ্যমে পরিচালনার পরামর্শ দিয়েছে ডাক, টেলিযোগাযোগ তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। সেই সঙ্গে নগদের মাধ্যমে অথবা নগদের নাম ভাঙিয়ে কোনো ধরনের অসৎ উপায় অবলম্বন করলে কঠোর হস্তে দমনের জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়। সংসদীয় কমিটির সদস্যরা নগদের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন বলে বৈঠক সূত্রে জানা গিয়েছে। তারা এটিকে আরো জনপ্রিয় করে গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেয়ার পরামর্শ দেন। কমিটির সদস্যরা বয়স্ক ভাতা, শিক্ষা বৃত্তি উপবৃত্তিসহ সামাজিক নিরাপত্তাবেষ্টনীর সব ধরনের ভাতা নগদের মাধ্যমে প্রদানের পরামর্শ দিয়েছেন বলে জানা গিয়েছে।

গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে পরামর্শ দেয়া হয়। বৈঠকে ডাক টেলিযোগাযোগ বিভাগের উপস্থাপিত প্রতিবেদনে নগদের সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাষ্ট্রায়ত্ত ডাক বিভাগের ডিজিটাল সেবাকে আরো জনপ্রিয় গ্রহণযোগ্য করার ওপর গুরুত্বারোপ করেছে কমিটি। বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়: কতিপয় ব্যক্তি প্রতিষ্ঠান ডাক বিভাগের সহায়তায় পরিচালিত নগদ সম্পর্কে বিরূপ তথ্য দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে।

বৈঠকে ডাক টেলিযোগাযোগ বিভাগের উপস্থাপিত প্রতিবেদনে বলা হয়, নগদের গ্রাহক সংখ্যা প্রায় কোটি ৬৮ লাখ, উদ্যোক্তার সংখ্যা লাখ ৬৭ হাজার ডিস্ট্রিবিউটর সংখ্যা ২০৮। দৈনিক লেনদেন প্রায় ৯৫৩ কোটি টাকা। প্রত্যক্ষ কর্মসংস্থান সৃষ্টি হাজার ২৩১টি। পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে লাখ ৫৫ হাজার।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন