এনএসইউতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন

ফার্মাসিস্টদের অক্লান্ত পরিশ্রম এবং স্বাস্থ্যসেবা খাতে তাদের অবদানকে সম্মান জানিয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২২ উদযাপন করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ) গতকাল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ফার্মাসিউটিক্যাল ক্লাব কর্তৃক ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস অনুষদের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একটি ?্যালি বের করে।

ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক এম ইসমাইল হোসেন। আরো উপস্থিত ছিলেন স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সের ডিন প্রফেসর . হাসান মাহমুদ রেজা, ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস অনুষদের চেয়ারম্যান প্রফেসর . জিএম সায়েদুর রহমান এবং ওই অনুষদের শিক্ষক শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক এম ইসমাইল হোসেন ইন্ডাস্ট্রিসহ ওষুধের গুণগত মাননিয়ন্ত্রণ, ওষুধের মান নিশ্চিতকরণের ক্ষেত্রে ফার্মাসিস্টদের ভূমিকা মনে করিয়ে দেন। তিনি বলেন, সুস্থ নিরাপদ পৃথিবী তৈরিতে এবং ভাইরাসজনিত রোগ দমনে ফার্মাসিস্টদের ভূমিকা দারুণ প্রশংসনীয়।

স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সের ডিন প্রফেসর . হাসান মাহমুদ রেজা ফার্মাসিস্টদের যথাযথ সম্মান নিশ্চিতের ওপর জোর দেন। তিনি বলেন, স্বাস্থ্যসেবার প্রত্যেক শাখায় ফার্মাসিস্টদের কাজের আরো সংযুক্তি হবে।

ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস অনুষদের চেয়ারম্যান . জিএম সায়েদুর রহমান ফার্মাসিস্টদের শুভকামনা জানিয়ে তাদের ভবিষ্যৎ উন্নতি সাধন নিয়ে বিশেষ পরিকল্পনার কথা ব্যক্ত করেন।

এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অর্থায়নে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন