জাতীয় জনসম্মেলনে বক্তারা

সার্বিকভাবে এখন সবচেয়ে খারাপ অবস্থা স্বাস্থ্য খাতে

নিজস্ব প্রতিবেদক

দারিদ্র্র্য নিয়ে আমাদের যে সাফল্য অর্জন হয়েছিল তা করোনার কারণে অনেকটা পিছিয়ে গিয়েছে। এছাড়া ডেল্টা জোনে অবস্থান হওয়ায় আমরা ভৌগোলিকভাবে ভুগছি। তবে সার্বিকভাবে এখন সবচেয়ে খারাপ অবস্থা স্বাস্থ্য খাতের, যা নিয়ে আমাদের অনেক বেশি কাজ করতে হবে। পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ মূল্যস্ফীতির যে ভয়াবহ অবস্থা তৈরি করেছে তা চরম দারিদ্র্যকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, কভিড-১৯ মহামারী জলবায়ু পরিবর্তনের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বৈশ্বিক দরিদ্রতা, বৈষম্য, খাদ্য সংকটসহ সৃষ্ট সমস্যা উত্তরণে গতকাল ঢাকায় অনুষ্ঠিত জাতীয় জনসম্মেলনে এসব কথা বলেন বক্তারা।

সম্মেলনে ঝুঁকির মুখে পড়া দেশের প্রান্তিক সাধারণ মানুষের স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা ২০৩০ সালের মধ্যে স্থায়িত্বশীল উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের চ্যালেঞ্জ করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।

গতকাল বিকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে স্থায়িত্বশীল উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে খাদ্যনিরাপত্তা, দারিদ্র্য বৈষম্য অবসানের দাবিতে জাতীয় জনসম্মেলন শিরোনামে গ্লোবাল কল টু অ্যাকশন অ্যাগেইনস্ট পোভার্টি (জিক্যাপ) নেটওয়ার্কের উদ্যোগে দেশব্যাপী গ্লোবাল উইক অব অ্যাকশন টু এসডিজিস ইন বাংলাদেশ নামক সপ্তাহ পালিত হয়।

ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলীর সভাপতিত্বে জনসম্মেলনে অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ ফারুক-উজ-জামান, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) গবেষণা পরিচালক . মাহফুজ কবীর এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) রিসার্চ ফেলো . আজরিন করিম। অনুষ্ঠানটি সঞ্চালনা প্রবন্ধ উপস্থাপন করেন এনআরডিএসের নির্বাহী পরিচালক আব্দুল আউয়াল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন