এশিয়াটিক ল্যাবরেটরিজের বিডিং শুরু ১০ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক

ওষুধ খাতের কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের শেয়ারের প্রান্তসীমা মূল্য (কাট অফ প্রাইস) নির্ধারণে আগামী ১০ অক্টোবর বেলা ৩টায় বিডিং শুরু হবে। চলবে ১৩ অক্টোবর বেলা ৩টা পর্যন্ত। এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৩৭তম সভায় বুকবিল্ডিং পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দেয়া হয়।

আইপিওর মাধ্যমে এশিয়াটিক ল্যাবরেটরিজ বুকবিল্ডিং পদ্ধতিতে ৯৫ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, উৎপাদন ভবন নির্মাণ, ব্যাংকঋণ পরিশোধ ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে। ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক বিবরণী অনুসারে পুনর্মূল্যায়নসহ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৬ টাকা ৬১ পয়সায়, পুনর্মূল্যায়ন ছাড়া যা ৩৫ টাকা ৪৮ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে টাকা ৬৫ পয়সা। গত পাঁচ বছরের ভারিত গড়হারে কোম্পানিটির ইপিএস টাকা ২১ পয়সা। বিডিংয়ের মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীরা (ইআই) কোম্পানিটির শেয়ারের যে প্রান্তসীমা মূল্য নির্ধারণ করবেন তার চেয়ে ৩০ শতাংশ বা ২০ টাকা দুয়ের মধ্যে যেটি কম হবে সে মূল্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার ইস্যু করা হবে। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে শাহজালাল ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড। কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্তির আগে কোনো ধরনের লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না বলে শর্তারোপ করেছে বিএসইসি।

গত বছরের অক্টোবরে আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য রোড শোর আয়োজন করেছিল এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন