বীমা কোম্পানির আইএফআরএস অনুসরণ বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক

২০২৬ সালের মধ্যে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। তাই বীমা খাতের আর্থিক প্রতিবেদন আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান (আইএফআরএস) অনুসারে প্রস্তুত করা বাধ্যতামূলক। গতকাল রাজধানীর একটি হোটেলে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত এক সেমিনারে বক্তারা কথা বলেন।

আইএফআরএস ১৭ইন্স্যুরেন্স কন্ট্রাক্টস, ওভারভিউ, ইমপ্লিমেন্টেশন চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী। স্বাগত বক্তব্য রাখেন আইসিএবির প্রেসিডেন্ট মো. শাহাদাত হোসেন, সেশন পরিচালনা করেন মো. হুমায়ন কবীর আর মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ওয়াসেকুল হক রিগান। অন্যদের মধ্যে আইসিএবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শুভাশীষ বসুসহ জীবন বীমা সাধারণ বীমা কোম্পানিগুলোর চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক সিইওরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আইডিআরএর চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী বলেন, আইএফআরএস ১৭ পরিপূর্ণ পরিপালন করতে আইডিআরএ একটি কর্মপরিকল্পনা তৈরি করবে এটি তৈরিতে আইসিএবি, এফআরসিসহ বিভিন্ন স্টেকহোল্ডারের সহযোগিতা প্রয়োজন হবে। আইএফআরএস ১৭ পরিপূর্ণ পরিপালন করা সম্ভব হলে বীমা খাতে স্বচ্চতা, জবাবদিহিতা বাড়াবে এবং এতে জনগণের আস্থা অর্জনে কোম্পানিগুলো সক্ষম হবে। দেশে ২০১০ সালে বীমা আইন হয়েছে। আইডিআরএ আইন পরিপালনে বিধিমালা তৈরিতে কাজ করছে। তবে আইএফআরএস ১৭ বীমা খাতে মৌলিক পরিবর্তন আনতে সাহায্য করবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন