কারণ ছাড়াই বাড়ছে বিডি থাই ফুডের শেয়ারদর

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সাম্প্রতিক শেয়ারদর লেনদেন বাড়ার পেছনে কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিঠির জবাবে তথ্য জানিয়েছে কোম্পানিটির।

বাজার পর্যালোচনা দেখা যায়, সেপ্টেম্বর থেকেই ডিএসইতে ঊর্ধ্বমুখী কোম্পানিটির শেয়ারদর। সেদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ৩৫ টাকা ৭০ পয়সা। এর পর থেকে টানা বেড়ে ২২ সেপ্টেম্বর ৫১ টাকা ৭০ পয়সায় দাঁড়ায়। অবশ্য গতকাল কোম্পানিটির শেয়ারদর কিছুটা কমে ৪৭ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে। শেয়ারদরের পাশাপাশি সময়ে স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির শেয়ারের লেনদেনও বেড়েছে।

সর্বশেষ প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪০ পয়সা। আর তৃতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ১৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৬ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৪৪ পয়সায়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন