চতুর্থ প্রান্তিকে ডির‌্যামের দাম ১৩-১৮% কমবে

বণিক বার্তা ডেস্ক

চলতি বছরের চতুর্থ প্রান্তিকে ডির‌্যামের দাম ১৩ থেকে ১৮ শতাংশ কমবে। গবেষণাপ্রতিষ্ঠান ট্রেন্ডফোর্সের সাম্প্রতিক এক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে। ইলেকট্রনিক ডিভাইসের ভোক্তা চাহিদা কমার ফলে এমনটা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।

ক্রমবর্ধমান বৈশ্বিক মূল্যস্ফীতিতে বিভিন্ন ভোগ্যপণ্যের চাহিদা কমেছে। এতে বছরান্তে ছুটির মৌসুমে বিভিন্ন পণ্য বিক্রিতেও প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন বাজার বিশ্লেষকরা। তৃতীয় প্রান্তিকে ১০-১৫ শতাংশ বিক্রি কমার পর চতুর্থ প্রান্তিকে ১৩-১৮ শতাংশ ডির‌্যা বিক্রি কমবে বলে পূর্বাভাস ট্রেন্ডফোর্সের।

ডির‌্যাম বা ডায়নামিক র‌্যান্ডম-অ্যাকসেস মেমরি এমন ধরনের অস্থায়ী সেমিকন্ডাক্টর মেমরি যা বিদ্যুৎ থাকা পর্যন্ত ডাটা সংরক্ষণ করে। ব্যক্তিগত কম্পিউটার (পিসি), ওয়ার্কস্টেশন সার্ভারে এটি ব্যবহূত হয়।

ডির‌্যামের মূল্যপতনে সবচেয়ে ভুক্তভোগী হবে স্যামসাং ইলেকট্রনিকস এসকে হাইনিক্সের মতো কোম্পানি। ডির‌্যাম বাজারে দক্ষিণ কোরীয় দুই চিপ জায়ান্টের সম্মিলিত বাজার হিস্যা ৭০ শতাংশেরও বেশি। প্রথম প্রান্তিকে ৪২ দশমিক শতাংশ হিস্যা নিয়ে ডির‌্যাম বাজারে শীর্ষ কোম্পানি ছিল স্যামসাং। দ্বিতীয় স্থানে থাকা এসকে হাইনিক্সের বাজার হিস্যা ২৭ দশমিক শতাংশ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন