২০২২-২৩ তেলবর্ষ

ভারতে ভোজ্যতেলের বৈদেশিক সরবরাহ কমার আভাস

বণিক বার্তা ডেস্ক

২০২২-২৩ তেলবর্ষে ভারতে ভোজ্যতেলের বৈদেশিক সরবরাহ কমার পূর্বাভাস মিলেছে। ভারতে সম্প্রতি ভোজ্যতেলের মজুদ ব্যাপক বেড়েছে। কারণেই মূলত বিদেশের বাজার থেকে সরবরাহের প্রয়োজনীয়তা কমছে। গ্লোবঅয়েল ইন্ডিয়া কনফারেন্সে পূর্বাভাস দেয়া হয়েছে।

কনফারেন্সে উপস্থাপন করা এক ভিডিও প্রেজেন্টেশনে গোদরেজ ইন্টারন্যাশনালের পরিচালক দোরাব মিস্ত্রি বলেন, চলতি বছরের নভেম্বরে ২০২২-২৩ তেলবর্ষ শুরু হবে। আগামী বছরের অক্টোবরে শেষ হবে। সময় ভারতের ভোজ্যতেল আমদানির পরিমাণ দাঁড়াবে কোটি ৩৬ লাখ ৫০ হাজার টনে। ২০২১-২২ মৌসুমে আমদানির পরিমাণ ধরা হয়েছে কোটি ৩৮ লাখ ৪০ হাজার টন।

প্রাক্কলন অনুযায়ী, ২০২২-২৩ তেলবর্ষে ভারতের সয়াবিন তেল আমদানি ৩৬ লাখ ৫০ হাজার টনে পৌঁছবে। চলতি মৌসুমে উৎপাদন ধরা হয়েছে ৪১ লাখ ৩০ হাজার টন। পাম অয়েল আমদানি ৭৭ লাখ টনে পৌঁছবে। চলতি মৌসুমে আমদানির পরিমাণ ধরা হয়েছে ৭৬ লাখ ৫০ হাজার টন। সূর্যমুখী তেল আমদানি করা হবে ২২ লাখ টন। চলতি মৌসুমে আমদানির পরিমাণ ধরা হয়েছে ১৯ লাখ ৩০ হাজার টন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন