
দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে অব্যাহতভাবে বাড়ছে আটা-ময়দার দাম। আন্তর্জাতিক বাজারে গমের সরবরাহ সংকট ও ঊর্ধ্বমুখী দামের কারণে শস্যটি থেকে উৎপাদিত আটা-ময়দার বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হয়েছে।
বাজার ঘুরে দেখা গিয়েছে, ৫০ কেজির এক বস্তা আটা বিক্রি হচ্ছে ২ হাজার ৪৫০ টাকায়। কিছুটা নিম্নমানের আটা বিক্রি হচ্ছে ২ হাজার ৩৫০ টাকা দরে, যা সাত-আট মাস আগেও ছিল ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকা। সে হিসাবে বাজারে বস্তাপ্রতি দাম বেড়েছে প্রায় ৭০০ টাকা।
বাংলাদেশ আটা-ময়দা ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি শেখ ওয়াজেদ আলী বাবুল জানান, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সারা বিশ্বেই খাদ্যশস্যের সরবরাহ সংকট দেখা দেয়। যুদ্ধের কারণে রাশিয়ার গম আসছে না। ভারতের গম আমদানি হতো সবচেয়ে কম দামে। কিন্তু বর্তমানে এ গমের দামও বাড়তি। তিনি বলেন, আটা-ময়দার দাম বেড়ে যাওয়ায় বেচাকেনায় মন্দা চলছে। মিলগুলো উৎপাদন কমিয়ে দিয়েছে।