ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

বণিক বার্তা ডেস্ক

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের প্রত্যাশিত সিউল সফর এবং দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার আগেই শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। গতকাল স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রটি উত্তর পিয়ংইয়াং প্রদেশের তাইচন থেকে সকাল ৭টার দিকে উেক্ষপণ করা হয়। এমন দাবি করে বিবৃতিতে দিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। খবর রয়টার্স।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানায়, স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রটি প্রায় ৬০০ কিলোমিটার বা ৩৭৩ মাইল দূরে আঘাত হানতে সক্ষম হয়েছে।

জাপানের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসুকাজু হামাদা বলেন, টোকিও অনুমান করেছে যে ক্ষেপণাস্ত্রটি উচ্চতায় ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছিল। এটি জাপানের বিশেষ অর্থনৈতিক জোন এলাকার বাইরে পড়ে। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রতিরক্ষামন্ত্রী উদ্বেগ জানিয়ে আরো বলেন, আপনি যদি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়েন তবে এটি উনিশতম উেক্ষপণ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন