প্রথম টি২০ ম্যাচ

আরব আমিরাতকে কষ্টে হারাল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

দুবাইয়ে সিরিজের প্রথম টি২০ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৭ রানে হারাল বাংলাদেশ। যদিও এই জয়টি খুব স্বস্তিতে আসেনি। আগে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়া বাংলাদেশ আফিফ হোসেনের লড়াইয়ে ৫ উইকেটে ১৫৮ রান তুলতে সমর্থ হয়। জবাব দিতে নেমে বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েও শেষ পর্যন্ত ২ বল বাকি থাকতে ১৫১ রানে অলআউট হয় আমিরাতিরা।

 

৪৭ রানের মধ্যে সাব্বির রহমান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও ইয়াসির আলীর উইকেট হারানো বাংলাদেশ বড় লজ্জার মুখেই পড়তে যাচ্ছিল। যদিও বিপদের সময় দলকে লজ্জা থেকে বাঁচিয়েছেন আফিফ। ৫৫ বলে ৭৭ রানের রাজসিক ইনিংস খেলে তিনি দলকে দেড়শ পার করান। এ পথে মোসাদ্দেক হোসেনকে নিয়ে ২৩ বলে ৩০ ও নুরুল হাসান সোহানকে নিয়ে ৫৪ বলে ৮১ রানের পার্টনারশিপ গড়েন এই বামহাতি ব্যাটার। অধিনায়ক সোহান ২৫ বলে ৩৫ রানের কার্যকর ইনিংস খেলেন। স্বাগতিকদের পক্ষে কার্তিক মিয়াপ্পন ৩৩ রানে দুটি উইকেট নেন।

 

জবাব দিতে নেমে স্বাগতিকরা ঝড়ো সূচনা করে। একটি পর্যায়ে তাদের সংগ্রহ ছিল ৭.৫ ওভারে ৬৬/১। তবে ভয়ংকর হয়ে ওঠা চিরাগ সুরিকে (২৪ বলে ৩৯) বিদায় করে বাংলাদেশ দলে স্বস্তি আনেন মিরাজ। এরপর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেন বাংলাদেশের বোলাররা। মিরাজ পরে আরো দুটি উইকেট নেন। একেবারে শেষ দিকে আইয়ান আফজাল খান ১৭ বলে ২৫ রানের ইনিংস খেলে স্বাগতিদের জয়ের আশা জাগালেও শেষ রক্ষা হয়নি। শেষ ওভারের তৃতীয় ও চতুর্থ বলে পরপর দুই উইকেট নিয়ে বাংলাদেশকে জেতান পেসার শরিফুল ইসরাম। তিনি ২১ রানে নেন তিনটি উইকেট। এছাড়া মুস্তাফিজুর রহমান ৩১ রানে দুটি উইকেট নেন।

 

২৭ সেপ্টেম্বর একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুটি দল। ২৮ সেপ্টেম্বর দেশে ফিরবেন সোহানরা। এরপর ত্রিদেশীয় সিরিজ খেলতে টাইগাররা নিউজিল্যান্ড রওনা হবেন ৩০ সেপ্টেম্বর। সেখান থেকে টি২০ বিশ্বকাপ মিশনে দল যাবে অস্ট্রেলিয়ায়।  

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন