আশঙ্কার চেয়ে বেশি সংকুচিত কানাডার খুচরা বিক্রি

বণিক বার্তা ডেস্ক

কানাডার খুচরা বিক্রি জুলাইয়ে প্রত্যাশার চেয়েও বেশি সংকুচিত হয়েছে। যদিও গত মাসে এটি কিছুটা পুনরুদ্ধার হয়েছে বলে আশা করা হচ্ছে। জুলাইয়ের তথ্য ইঙ্গিত দেয়, সুদের হার বেড়ে যাওয়ায় দেশটির ভোক্তা ব্যয় ধীর হয়ে পড়েছে। খবর রয়টার্স।

স্ট্যাটিস্টিকস কানাডার তথ্য অনুসারে, জুলাইয়ে খুচরা বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় দশমিক শতাংশ কমেছে। গত সাত মাসের মধ্যে প্রথমবারের মতো দেশটির খুচরা বিক্রি সংকুচিত হয়েছে। অর্থনীতিবিদরা শতাংশ কমার পূর্বাভাস দিয়েছিলেন। পেট্রলের মূল্য কমে যাওয়ার বিষয়টি খুচরা বিক্রি কমায় ভূমিকা রেখেছে। তবে পরিমাণের হিসাবে বিক্রিও শতাংশ কমেছে।

একটি প্রাথমিক অনুমান অনুযায়ী, আগস্টের খুচরা বিক্রি সম্ভবত দশমিক শতাংশ বেড়েছে। বিনিয়োগ ব্যাংকিং প্রতিষ্ঠান সিআইবিসি ক্যাপিটাল মার্কেটসের নির্বাহী পরিচালক ক্যারিনে চারবোনিউ একটি নোটে বলেছেন, কানাডীয়রা হয়তো উচ্চ সুদহারের প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে।

ব্যাংক অব কানাডা চলতি মাসের শুরুর দিকে সুদের হার ৭৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে দশমিক ২৫ শতাংশে উন্নীত করেছে। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকটি আরো বাড়ানোর ইঙ্গিত দিয়েছে। গত ছয় মাসে এটি ৩০০ বেসিস পয়েন্ট বেড়েছে।

আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান ডেজারডিনস গ্রুপের ম্যাক্রো কৌশলের প্রধান রয়েস মেন্ডেস বলেন, ভোক্তারা স্পষ্টতই ব্যয়ের ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছেন। তবে চাহিদা এখনো কানাডীয় অর্থনীতির সরবরাহের চেয়ে বেশি। অবস্থায় ব্যাংক অব কানাডাকে সুদের হার আরো বাড়াতে হবে। আগামী মাসে সুদের হার ৫০ বেসিস পয়েন্ট বাড়বে।

অন্যান্য বাজার বিশ্লেষকও ৫০ বেসিস পয়েন্ট সুদের হার বাড়বে বলে মনে করছেন। পাশাপাশি বছরের শেষ নাগাদ আরো ২৫ বেসিস পয়েন্টে বেড়ে সুদের হার শতাংশে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে। খবরের পর কানাডীয় ডলারের বিনিময় হার দশমিক শতাংশ কমে গিয়েছে। অর্থাৎ কানাডীয় ডলার সমান ৭৩ দশমিক ৯২ সেন্ট।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন