আট মাসের সর্বনিম্নে অপরিশোধিত জ্বালানি তেলের দাম

বণিক বার্তা ডেস্ক

বিশ্ববাজারে কমতে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। টানা চার সপ্তাহ দরপতনের পর শুক্রবার চলতি বছরের সর্বনিম্নে নেমে আসে জ্বালানি পণ্যটির দাম। বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক অর্থনৈতিক পতনের কারণে জ্বালানির চাহিদা কমতে বা মন্দা পরিস্থিতি সৃষ্টি হতে পারে, এমন আশঙ্কা থেকেই বাজারে পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

শুক্রবার ডব্লিউটিআই নেমে যায় ৮০ ডলারের নিচে। অপরিশোধিত জ্বালানির দাম দশমিক ৫৮ শতাংশ কমে সেদিন বেচাকেনা হয়েছে ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ৮৩ ডলারে, যা জানুয়ারির পর সর্বনিম্ন। অন্যদিকে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি নেমেছে ৮৭ ডলারে।

কয়েক মাস আগেও ব্যারেলপ্রতি ১২০ ডলারে বিক্রি হয়েছে অপরিশোধিত জ্বালানি তেল। তবে কারণ যা- হোক, অব্যাহত দরপতন ভোক্তাদের মধ্যে কিছুটা স্বস্তির সঞ্চার করেছে।

প্রায় এক বছর ধরেই জ্বালানি তেলের বাজার ছিল চড়া। বিশেষ করে গত ফেব্রুয়ারিতে যখন রাশিয়া ইউক্রেনে হামলা চালায় তখন এর দাম এক লাফে বেড়ে যায়। বর্তমানে বিশ্বে জ্বালানি সরবরাহে কিছু সংকট রয়েছে এটা যেমন ঠিক তেমনি এর চাহিদাও কিছুটা কমেছে।

দুই দশক ধরে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে চীনের বড় ভূমিকা রয়েছে। কারণ দেশটিতে বিপুল পরিমাণ জ্বালানি তেল ব্যবহার হয়। কিন্তু নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশটির বড় বড় শহরে লকডাউন ঘোষণা করে সরকার। ফলে সেখানে উল্লেখযোগ্য হারে কমে যায় চাহিদা।

জ্বালানি তেলের দাম কমে যাওয়ার পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ কারণের কথা বলা হচ্ছে। তা হলো ডলারের বিনিময় হারের তারতম্য। বিশ্বের অন্য যেকোনো মুদ্রার তুলনায় বেড়েছে ডলারের মান। অপরিশোধিত জ্বালানি তেলের লেনদেন ডলারে হওয়ায় বেশির ভাগ দুর্বল মুদ্রার দেশের জন্য তেল অনেক মূল্যবান হয়ে গিয়েছিল। ফলে সেসব দেশে জ্বালানি পণ্যটির চাহিদা কমে যায়। ফলাফল হিসেবে কমে আসে জ্বালানির দামও।

তবে অর্থনীতির বিশ্লেষকরা বলছেন, যদি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ না কমে তাহলে দীর্ঘমেয়াদে জ্বালানি তেলের দাম বাড়বে। বিশ্বের তেলের চাহিদার ১০ শতাংশ জোগান দেয় রাশিয়া। দেশটির ওপর নিষেধাজ্ঞার কারণে এবং পশ্চিমা প্রযুক্তির অভাবে রাশিয়ার তেল খাত বেশ অসুবিধায় পড়েছে। ফলে রাশিয়ার তেল উৎপাদন কমে যেতে পারে। তখন রাশিয়াকে সরবরাহও কমিয়ে দিতে হতে পারে। আবার চীনা অর্থনীতি যদি লকডাউনের ক্ষতি কাটিয়ে শক্তিশালী হয়ে ওঠে তাহলে সেটিও তেলের দাম বাড়িয়ে দিতে পারে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন