আইডিয়া ফ্রাইডে মিলের ৫০ সপ্তাহ পূর্তি

পোলাও মাংসে তৃপ্তির আহার দুই সহস্রাধিক দুস্থ মানুষের

আবদুল কাদের, যশোর

যশোর শহরের রেলগেট এলাকার বৃদ্ধ বুলবুলি বেগম (৬০) নিজে পোলাও, মাংস খেয়ে স্বামীর জন্যও নিয়ে যাচ্ছিলেন। বললেন, সংস্থা ডাকলি চাইরডে ভালোমন্দ খাতি পারি। নিজে খাইয়ে স্বামীর জন্যি নিয়ে যাচ্চি। খড়কি রেললাইন এলাকার আমেনা বেগমের স্বামী-সন্তান কিছুই নেই। বললেন, কবে পোলাউ-গোস্ত খাইচি, কতি পারি নে। এহেনে আইসে পেট ভইরে খাইচি। মনডায় অনেক শান্তি! শুধু বুলবুলি বা আমেনা বেগম নন; গতকাল দুপুরে এমন অন্তত সাড়ে ৩০০ নারী, পুরুষ শিশুকে ফ্রাইডে মিল পরিবেশন করেছে আইডিয়া সমাজকল্যাণ সংস্থা।

আইডিয়া ফ্রাইডে মিলের ৫০তম সপ্তাহ উপলক্ষে শুধু যশোরে নয়; দেশের অন্তত ১১টি জেলায় দুই সহস্রাধিক হতদরিদ্র নিম্নআয়ের মানুষকে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়েছে। যশোরে আইডিয়া সমাজকল্যাণ সংস্থা সাড়ে ৩০০ মানুষকে পোলাও, মাংস ডিম খাইয়েছে। এভাবেই ব্যতিক্রমী আয়োজনে উদযাপিত হয়েছে আইডিয়া ফ্রাইডে মিলের ৫০তম সপ্তাহ।

গতকাল দুপুরে যশোর শহরের খড়কি এলাকায় অবস্থিত আইডিয়া সমাজকল্যাণ সংস্থায় গিয়ে দেখা যায়, সারি সারি চেয়ার-টেবিলে বসে অসহায়, দরিদ্র মানুষগুলো পোলাও, মাংস খাচ্ছে। আইডিয়ার স্বেচ্ছাসেবীরা নিজেদের রান্না করা খাবার প্লেটে তুলে দিচ্ছেন।

আইডিয়া ফ্রাইডে মিলের কো-অর্ডিনেটর আইডিয়া সমাজকল্যাণ সংস্থার সাবেক সভাপতি শাহরিয়ার ইয়াসমিন মীম জানান, আইডিয়ার সাপ্তাহিক একটি প্রকল্প আইডিয়া ফ্রাইডে মিল এখানে প্রতি শুক্রবার জুমার নামাজের পর শিক্ষার্থীরা নিজেদের রান্না করা পোলাও-মাংস অসহায়, হতদরিদ্র নিম্নআয়ের মানুষের মাঝে পরিবেশন করে। টানা ৫০ সপ্তাহ ধরে এটি চলে আসছে। প্রকল্প পরিচালনায় একটি বিশেষ আর্থিক অংশ আসে শিক্ষার্থীদের পরিচালিত আইডিয়ার আরেকটি সেক্টর আইডিয়া পিঠা পার্কে লভ্যাংশ থেকে। এছাড়া অনেকে তাদের সন্তানের জন্মদিন কিংবা প্রিয়জনের মৃত্যুবার্ষিকীর দোয়ার জন্যও প্রকল্পে যুক্ত হন।

আইডিয়া সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা, যশোর মাইকেল মধুসূদন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হামিদুল হক শাহীন বলেন, ভালো কাজে সমৃদ্ধি আসে তারই প্রমাণ আইডিয়া ফ্রাইডে মিল। ৫০ সপ্তাহ আগে মাত্র হাজার টাকা দিয়ে শিক্ষার্থীদের বলেছিলাম সপ্তাহে পবিত্র জুমার দিন কিছু মানুষের কাছে ভালো খাবার পৌঁছে দিতে পারি আমরা। এভাবেই শুরু। বাংলাদেশ শিক্ষার্থী উদ্যোক্তা গ্রুপ (উইনি) আইডিয়ার ভার্চুয়াল আরেকটি প্লাটফর্ম। এর নির্বাহী প্রধান মল্লিকা আফরোজ জানান, আইডিয়া ফ্রাইডে মিলের ৫০তম সপ্তাহ উপলক্ষে উইনি প্লাটফর্মও এগিয়ে এসেছে। যশোর ছাড়াও বিভিন্ন জেলায় ফ্রাইডে মিল কর্মসূচি পালিত হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন