টি২০ বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতে চলমান বাছাইপর্বের সেমিফাইনালে থাইল্যান্ডকে ১১ রানে হারিয়ে ফাইনালে আইসিসি উইমেন্স টি২০ বিশ্বকাপে জায়গা করে নিল বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের ১১৩ রানের জবাবে থাই নারীরা উইকেটে ১০২ রান তুলতে সমর্থ হয়। রোববার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড, যারা শুক্রবার প্রথম সেমিফাইনালে জিম্বাবুয়েকে রানে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে।

আবুধাবিতে কাল টস জিতে ফিল্ডিং বেছে নেয় থাইল্যান্ড। পরিকল্পনামতো তারা অল্প রানেই বাংলাদেশকে আটকে দেয়। কোনোমতে উইকেটে ১১৩ রান তুলতে সমর্থ হয়। রুমানা আহমেদ ২৮, মুর্শিদা খাতুন ২৬ এবং নিগার সুলতানা রিতু মনি প্রত্যেকেই ১৭ রান করেন। জবাব দিতে নামা থাই মেয়েদের ঘূর্ণিতে বিভ্রান্ত করেন সানজিদা আক্তার মেঘলা সালমা খাতুনরা। ১৩ রানেই তাদের উইকেট তুলে নেন বাংলাদেশের স্পিনাররা। যদিও এরপর নাথাকান চানথাম (৫১ বলে ৬৪) অনবদ্য লড়াই করে থাইদের ম্যাচে টিকিয়ে রাখেন। যদিও শেষ ওভারে ২২ রান করার চ্যালেঞ্জের মুখে ব্যর্থ হয় থাই মেয়েরা। দলটি হারলেও ৬৪ রানের ইনিংসের জন্য ম্যাচসেরা খেলোয়াড় হন থাইল্যান্ডের নাথাকান চানথাম।

আগামী বছর ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে আইসিসি নারী টি২০ বিশ্বকাপ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন